তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা এলাকায় চীনা ৩০ যুদ্ধবিমান

তাইওয়ান জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা অঞ্চলে চীনের পাঠানো ৩০টি যুদ্ধবিমানকে সতর্ক করতে যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, সোমবারের ঘটনাটি জানুয়ারির পর সবচেয়ে বড় অনুপ্রবেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ান আক্রমণের বিরুদ্ধে চীনকে সতর্ক করার কয়েক দিন পর চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এ ছাড়া একজন মার্কিন কর্মকর্তা তাইওয়ানের নেতাদের সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনা করতে যাওয়ার দিন ঘটনাটি ঘটেছে।

চীন সাম্প্রতিক মাসগুলোতে বিমানের মহড়া বাড়িয়েছে। তবে দেশটির দাবি, তারা প্রশিক্ষণের জন্য এটি করছে। যদিও চীনের এ ধরনের আচরণে তাইওয়ান বেশ ক্ষুব্ধ এবং ওই এলাকায় উত্তেজনা বাড়ছে।

চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে, যেটি প্রয়োজনে বল প্রয়োগ করে দখলে নিয়ে নিতে পারে।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...।

Comments

comments

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা এলাকায় চীনা ৩০ যুদ্ধবিমান

তাইওয়ান জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা অঞ্চলে চীনের পাঠানো ৩০টি যুদ্ধবিমানকে সতর্ক করতে যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, সোমবারের ঘটনাটি জানুয়ারির পর সবচেয়ে বড় অনুপ্রবেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ান আক্রমণের বিরুদ্ধে চীনকে সতর্ক করার কয়েক দিন পর চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এ ছাড়া একজন মার্কিন কর্মকর্তা তাইওয়ানের নেতাদের সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনা করতে যাওয়ার দিন ঘটনাটি ঘটেছে।

চীন সাম্প্রতিক মাসগুলোতে বিমানের মহড়া বাড়িয়েছে। তবে দেশটির দাবি, তারা প্রশিক্ষণের জন্য এটি করছে। যদিও চীনের এ ধরনের আচরণে তাইওয়ান বেশ ক্ষুব্ধ এবং ওই এলাকায় উত্তেজনা বাড়ছে।

চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে, যেটি প্রয়োজনে বল প্রয়োগ করে দখলে নিয়ে নিতে পারে।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...।

Comments

comments

error: Content is protected !!