ডিসেম্বর ২, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ || ডেসটিনেশন বাংলা
Home » Post » তালেবানের নেতৃত্বে ‘আফগানিস্তান গণতান্ত্রিক কোনো রাষ্ট্র হবে না’

তালেবানের নেতৃত্বে ‘আফগানিস্তান গণতান্ত্রিক কোনো রাষ্ট্র হবে না’

তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে গণতান্ত্রিক কোনো রাষ্ট্র হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তালেবানের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত ওয়াহিদুল্লাহ হাশিমি।

বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, আফগানিস্তানে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা হবে, তা নিয়ে আমরা আলোচনা করব না। কারণ, এটা পরিষ্কার। এটা হবে শরিয়া আইন এবং এটাই ঠিক।

তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদাই দেশের নেতৃত্বে থাকতে পারেন বলে জানিয়েছেন ওয়াহিদুল্লাহ হাশিমি।

তিনি বলেন, আফগানিস্তানের সাবেক বৈমানিক এবং আফগান সশস্ত্র বাহিনীর সদস্যদের নিজ নিজ পদে যোগদানের আহ্বান জানাবে তালেবান।

কাবুল নিয়ন্ত্রণের পর মঙ্গলবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ প্রথম সংবাদ সম্মেলনে বলেন, আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী চলার অধিকার আমাদের আছে। অন্য দেশের অন্য দৃষ্টিভঙ্গি, ভিন্ন নিয়ম, ভিন্ন বিধান থাকবে। আফগানদের মূল্যবোধের নিরীখে তাদের নিজস্ব আইন এবং বিধান আছে। শরিয়া আইনের অধীনে নারীর অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

হাশিমি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে আমি আশ্বস্ত করতে চাই যে আমরা কারো ক্ষতি করব না।

error: Content is protected !!