মার্চ ২৯, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ || ডেসটিনেশন বাংলা
Home » Post » বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিল নেটফ্লিক্স

বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিল নেটফ্লিক্স

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম নেটফ্লিক্স বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়েছে। বুধবার ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসাবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে নেটফ্লিক্স, যা ভ্যাট নিবন্ধন হিসাবে পরিচিত। প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর অফিসের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নিয়েছে।

নেটফ্লিক্স পিটিই লিমিটেড সিঙ্গাপুর নামে নিবন্ধন পেয়েছে প্রতিষ্ঠানটি। এখন থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে ভ্যাটের টাকা পরিশোধ করবে। প্রতিষ্ঠানটির স্থানীয় পরামর্শক হিসাবে প্রাইস ওয়াটার হাউজ কুপারস ভ্যাট নিবন্ধন গ্রহণ করেছে।

ডিসেম্বর থেকে নেটফ্লিক্স নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করবে। ২৩ মে গুগল প্রথমে ভ্যাটের নিবন্ধন নেয়। এর দেড় মাসের মধ্যে ফেসবুক ও আমাজন ভ্যাট নিবন্ধন নেয়। পরে গত ১ জুলাই মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নেয়।

error: Content is protected !!