https://destinationbangla.com

একদিন তুমি আমার অনুপস্থিতি অনুভব করবে

সোশ্যাল মিডিয়া

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন জনপ্রিয় মডেল ও নাট্যাভিনেত্রী তানজিন তিশা।

তার এই ছবি ও ক্যাপশন নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল শুরু হয়েছে।

রবিবার সকালে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকান্টে পোস্ট করা ছবিটিতে লেখা রয়েছে, One day you realize what is my presence or what is my absence.

যা বাংলায় অনুবাদ করলে অর্থ দাড়ায়- ‘একদিন তুমি আমার উপস্থিতি বা অনুপস্থিতি অনুভব করতে পারবে।’

ছবিটিতে দেখা যাচ্ছে, একটি বড় নৌকার ডেকে বিরহ ভঙ্গিতে বসে আছেন অভিনেত্রী।

তবে এই পোস্ট কাকে উদ্দেশ্য করে দিয়েছেন তিশা তা স্পষ্ট নয়।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...।

Comments

comments