মার্চ ২৮, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ || ডেসটিনেশন বাংলা
Home » Post » কলকাতার প্রেক্ষাগৃহে বাংলাদেশের ‘হাওয়া’

কলকাতার প্রেক্ষাগৃহে বাংলাদেশের ‘হাওয়া’

দেশের তুমুল আলোচিত সিনেমা হাওয়া ১৬ ডিসেম্বর বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে কলকাতায়। মুক্তি উপলক্ষে সেখানে শুরু হয়ে গেছে প্রস্তুতিমূলক কাজ।

হাওয়া সিনেমা মুক্তির আগে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে বসানো হচ্ছে সিনেমাটির কার্ড বোর্ড। সিনেমার নির্বাহী প্রযোজক শিমুল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবারে পুরো হল তালিকা পাওয়া যাবে। তবে এরই মধ্যে অনেক প্রেক্ষাগৃহে লাগছে হাওয়া সিনেমার পোস্টার।

শিমুলের দেয়া তথ্য অনুযায়ী, শেওরাফুলির উদয়ন সিনেমা, সল্ট লেকের আইনক্স সিটি সেন্টার, ব্যারাকপুরের আমালা সিনেমা, আইনক্স হাইল্যান্ড পার্ক, আইনক্স সাউথ সিটি মল, স্টার কলকাতা, সিনেপলিস অ্যাক্রোপলিস মলে সিনেমাটি প্রদর্শিত হবে।

ভারতে হাওয়া সিনেমাটি পরিবেশন করছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। ৩০ ডিসেম্বর থেকে সিনেমাটি বাণিজ্যিকভাবে প্রদর্শিত হবে ভারতের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে।

মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সোহেল মন্ডল, নাসির উদ্দিন খানসহ অনেকে।

সাফটা চুক্তির আওতায় সিনেমা বিনিময় করার যে পদ্ধতি রয়েছে, সেই নিয়ম মেনে হাওয়া সিনেমাটা ভারতে মুক্তি দেয়া হচ্ছে।

সম্প্রতি কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে হাওয়া প্রদর্শিত হয়। তখন সিনেমাটি দেখতে দর্শকদের ছিল বাঁধভাঙা জোয়ার, ছিল মুক্তির দাবি। সেখানে সিনেমাটি ফ্রি দেখার সুযোগ থাকলেও এবার কিন্তু টিকিট কেটে দেখতে হবে সিনেমাটি।

error: Content is protected !!