
পহেলা বৈশাখকে সামনে রেখে এরই মধ্যে নানা আয়োজন শুরু হয়ে গেছে। বাঙালির প্রাণের এই উৎসব উপলক্ষে নাটক, মিউজিক ভিডিও, ফ্যাশন ভিডিওসহ নানান ফটোশুটে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারাও।
তারই ধারাবাহিকতায় জনপ্রিয় ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’ এর ফটোশুটে প্রথমবারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়ক নিরব এবং এক চিত্রনায়িকা দীঘি। এই প্রথম একসঙ্গে কাজ করতে পেরে তারা দুজনই ভীষণ উচ্ছ্বসিত।
এ প্রসঙ্গে নায়িকা দীঘি বলেন, ‘প্রথমবার নিরব ভাইয়ার সঙ্গে শুট করলাম। কাজটি করতে পেরে খুবই ভালো লাগছে। বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা দাদার সঙ্গে খুব মজা করেই আমরা কাজটি করেছি।’
অন্যদিকে নায়ক নিরব বলেন, ‘আমরা খুব আনন্দ নিয়ে ফটোশুটটি করেছি। পুরো কাজটি করার অভিজ্ঞতা চমৎকার। আশাকরি সবার ভালো লাগবে।’
আরও পড়ুন
কখনও বাবার চরিত্রে অভিনয় করব না
এবার তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা!
সিঙ্গেলই ভালো আছি: জয়া