ডিসেম্বর ১, ২০২৩ ৬:৫২ পূর্বাহ্ণ || ডেসটিনেশন বাংলা
Home » Post » প্রিজন ভ্যান দেখে কি বললেন পরীমনি

প্রিজন ভ্যান দেখে কি বললেন পরীমনি

মাদক মামলায় রিমান্ড শেষে অভিনেত্রী পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত এ আদেশ দেন।

এরপর বিকেলে সোয়া ৪টায় প্রিজন ভ্যানে করে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নেয়া হচ্ছে। তবে প্রিজন ভ্যানে উঠার আগে পরীমনি একটি কথাই বলেন, ‘নাইস গাড়ি’।

এর আগে দ্বিতীয় দফার রিমান্ড শেষে পরীমনিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি।

এদিন পরীমনির পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী, মজিবুর রহমানসহ অন্যরা জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে পরীমনির জামিন নাকচ করেন আদালত।

error: Content is protected !!