মার্চ ২৮, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ || ডেসটিনেশন বাংলা
Home » Post » বেকারদের জন্য যুব উন্নয়ন প্রশিক্ষণ, রয়েছে সরকারি ভাতা

বেকারদের জন্য যুব উন্নয়ন প্রশিক্ষণ, রয়েছে সরকারি ভাতা

বেকারদের বিভিন্ন বিষয়ে নামমাত্র আবেদন ফিতে প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদফতর। প্রশিক্ষণার্থীদের জন্য থাকছে সরকারি ভাতার ব্যবস্থাও।

প্রশিক্ষণ কোর্স/ ট্রেডে নাম- ওয়েব ডিজাইন

মেয়াদ- ২ মাস

কোর্স ফি- ৫০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা- এইচএসসি পাস।

প্রশিক্ষণ ভাতা- দৈনিক ১০০ টাকা

প্রশিক্ষণ কোর্স/ ট্রেডের নাম- ফ্রিল্যান্সিং/ আউট সোর্সিং

মেয়াদ-১ মাস

কোর্স ফি- ৫০০টাকা

শিক্ষাগত যোগ্যতা- এইচএসসি পাস।

প্রশিক্ষণ ভাতা- দৈনিক ১০০ টাকা

প্রশিক্ষণ কোর্স/ ট্রেডের নাম- মৎস্য চাষ

মেয়াদ-১ মাস

কোর্স ফি- ৫০টাকা

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি পাস

প্রশিক্ষণ ভাতা- দৈনিক ১০০ টাকা

প্রশিক্ষণ কোর্স/ ট্রেডের নাম- ইয়ুথ কিচেন

মেয়াদ-১ মাস

কোর্স ফি- ১০০টাকা

শিক্ষাগত যোগ্যতা-  অষ্টম শ্রেণি পাস।

প্রশিক্ষণ ভাতা- দৈনিক ১০০ টাকা

প্রশিক্ষণ কোর্স/ ট্রেডের নাম- গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স

মেয়াদ-১ মাস

কোর্স ফি- ১০০টাকা (ফেরত যোগ্য)

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি পাস।

প্রশিক্ষণ ভাতা- প্রতিমাসে ৪৫০০ টাকা

আবেদনের সময়

আবেদনপত্র দাখিল করা যাবে ২৮ নভেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে

আবেদনপত্র দাখিল করতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে।

error: Content is protected !!