সড়ক ও জনপথ অধিদফতরের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

সড়ক ও জনপথ অধিদফতরের সার্ভেয়ার, ইলেকট্রিশিয়ান ও সড়ক শ্রমিক পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে সড়ক ও জনপথ অধিদফতর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সার্ভেয়ার ও ইলেকট্রিশিয়ান পদের পরীক্ষা ১২ নভেম্বর এবং সড়ক শ্রমিক পদের পরীক্ষা ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। তিনটি পদের পরীক্ষাই ইডেন কলেজ, ঢাকা সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহী প্রার্থীরা এ ওয়েবসাইট http://(http://rhd.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।

বিজ্ঞপ্তি অনুসারে, তিন পদে অর্থাৎ সার্ভেয়ার পদে ১৪৫৩ জন , ইলেকট্রিশিয়ান পদে ৩৮২৭ জন এবং সড়ক শ্রমিক পদে ৫৩২৭ জন সর্বমোট ১০,৬০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...।

Comments

comments

error: Content is protected !!