খোকার ছেলে, বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, পৌনে ১২টার দিকে মতিঝিল থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে।

জানা গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু সাংবাদিকদের জানিয়েছেন, ইশরাক হোসেনের নামে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে, কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নম্বর সদস্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের প্রতীকে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...।

Comments

comments

খোকার ছেলে, বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, পৌনে ১২টার দিকে মতিঝিল থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে।

জানা গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু সাংবাদিকদের জানিয়েছেন, ইশরাক হোসেনের নামে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে, কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নম্বর সদস্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের প্রতীকে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...।

Comments

comments

error: Content is protected !!