নভেম্বর ৩০, ২০২৩ ১:৩৮ অপরাহ্ণ || ডেসটিনেশন বাংলা
Home » Post » বগুড়ায় পৌর টোল প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

বগুড়ায় পৌর টোল প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

https://destinationbangla.com/

বগুড়া পৌরসভায় মৌসুমী ফলের উপর আরোপিত টোল প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (২১ আগস্ট) বেলা ১১টায় শহরের স্টেশন রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন সহস্রাধিক পাইকারি ও খুচরা ফল ব্যবসায়ী।

এ সময় বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আনাম তুষার, সাবেক সভাপতি মাহমুদ শরিফ মিঠু, আমদানীকারক আলহাজ্ব মনছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা মৌসুমী ফল বিক্রির উপর টোল প্রত্যাহারের দাবি এবং পৌর নির্ধারিত টোলের অতিরিক্ত টোল উত্তোলন করার প্রতিবাদ জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন ব্যবসায়ীরা।

error: Content is protected !!