নভেম্বর ৩০, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ || ডেসটিনেশন বাংলা
Home » Post » চট্টগ্রামে হাতির দাঁতসহ আটক ৩

চট্টগ্রামে হাতির দাঁতসহ আটক ৩

https://destinationbangla.com

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে হাতির একটি দাঁতসহ তিন ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৬ আগস্ট) বিকেলে থানার মোহরা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সুইচিং মার্মা (৩৩), মো. হাফিজুর খান (৪৩) ও মো. খোরশেদ আলম (৩৫)।

র‌্যাব জানায়, চান্দগাঁও থানার মোহরা এলাকায় হাতির দাঁত ভারতে পাচারের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে একটি হাতির দাঁত জব্দ করা হয়। জব্দ করা দাঁতটির বাজারমূল্য আনুমানিক ২৫ লাখ টাকা।

চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে হাতির দাঁত পাচারে জড়িত বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

error: Content is protected !!